Friday, April 19, 2024
বাড়িজাতীয়কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব, যোগদানের প্রস্তাব ফিরিয়ে টুইট প্রশান্তের

কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব, যোগদানের প্রস্তাব ফিরিয়ে টুইট প্রশান্তের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (হি.স.): কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। মঙ্গলবার প্রশান্ত কিশোর নিজেই টুইট করে লিখেছেন, ‘কংগ্রেসে যোগদানের প্রস্তাব আমি প্রত্যাখ্যান করলাম। আমার বিনীত মতামত, গঠনমূলক সংস্কারের মাধ্যমে অন্তর্নিহিত কাঠামোগত সমস্যার সমাধানের জন্য আমার চেয়েও বেশি দলের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।’

প্রশান্ত কিশোর যে কংগ্রেসে যোগদানের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তা এদিন প্রথমে জানান কংগ্রেস নেতা রণদীপ সিং সুরেজওয়ালা। সুরজেওয়ালা টুইটারে লেখেন, ‘প্রশান্ত কিশোরের সঙ্গে আলোচনা এবং তাঁর উপস্থাপনার পর কংগ্রেস সভানেত্রী একটি বিশেষ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছেন। তাঁকে দলে আমন্ত্রণ জানানোর আবেদন জানানো হলেও তা তিনি প্রত্যাখ্যান করেছেন। আমরা দলের জন্য তাঁর প্রচেষ্টা এবং পরামর্শকে ধন্যবাদ জানাচ্ছি।’ এরপরই প্রশান্ত কিশোর টুইট করে জানান, আমাকে নয় কংগ্রেসের প্রয়োজন বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্মিলিত সদিচ্ছার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য