Tuesday, March 25, 2025
বাড়িজাতীয়গোয়ালিয়রে ধর্ষিতা শিশুকন্যা! গোপনাঙ্গে ২৮টি সেলাই!

গোয়ালিয়রে ধর্ষিতা শিশুকন্যা! গোপনাঙ্গে ২৮টি সেলাই!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি : পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের চেষ্টা করার অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। ১৭ বছরের ওই কিশোরকে আটক করা হয়েছে। নির্যাতিতা শিশু ভর্তি রয়েছে হাসপাতালে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এমন এক ঘটনাকে কেন্দ্র করে। শিশুটির অভিভাবকদের দাবি, অভিযুক্ত নাবালক হলেও অপরাধের গুরুত্ব বুঝে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবেই বিচার করা হোক।

ঠিক কী অভিযোগ? পুলিশের দাবি, অভিযুক্ত কিশোর শিশুকন্যাটির বাড়ির পাশেই থাকত। গত ২২ ফেব্রুয়ারি সে শিশুটিকে এক পরিত্যক্ত বাড়ির ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তারপর তাকে খুন করারও চেষ্টা করে সে। এমনকী, শিশুটির মাথাও সে বারবার ঠুকতে থাকে ছাদে। এর ফলে শিশুটি মারাত্মক জখম হয় বলে জানা যাচ্ছে। পরে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় কিশোর। গোয়ালিয়রের এক হাসপাতালে ভর্তি নির্যাতিতা। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানাচ্ছেন, শিশুটির গোপনাঙ্গে ২৮টি সেলাই পড়েছে।

তদন্তকারীদের দাবি, মদ্যপ অবস্থায় শিশুকন্যাটিকে ধর্ষণ করেছে অভিযুক্ত। নির্যাতিতা জ্ঞান ফিরে পাওয়ার পর মা-বাবাকে সব খুলে বলে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকরা।

তদন্তকারীদের দাবি, মদ্যপ অবস্থায় শিশুকন্যাটিকে ধর্ষণ করেছে অভিযুক্ত। নির্যাতিতা জ্ঞান ফিরে পাওয়ার পর মা-বাবাকে সব খুলে বলে। তারপরই পুলিশে অভিযোগ দায়ের করেন শিশুটির অভিভাবকরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য