Monday, March 17, 2025
বাড়িজাতীয়সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা।

সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি : সাইবার জালিয়াতদের কবলে পুরীর জগন্নাথ মন্দিরের পুণ্যার্থীরা। মন্দিরের অতিথি নিবাসের নামে ভুয়ো ওয়েবসাইট খুলে প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে বলে অভিযোগ। সম্প্রতি এমন বেশ কিছু ঘটনা নজরে এসেছে মন্দিরের পরিচালন কর্তৃপক্ষের। ইতিমধ্যে ওড়িশা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে বিষয়টি জানিয়ে অভিযোগ করেছে মন্দির কর্তৃপক্ষ।

জগন্নাথ মন্দিরের কারণেই পুরী জনপ্রিয় পর্যটনস্থল। সেখানে বছরভর হোটেলের চাহিদা তুঙ্গে থাকে। এই সুযোগ কাজে লাগায় প্রতারকরা। অভিযোগ, একাধিক হোটেলের নামে ভুয়ো ওয়েবসাইট খুলেছে সাইবার প্রতারকরা। পর্যটকরা ঘর বুকিং করলেই টাকা চলে যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে। বিষয়টি জানা জনপ্রিয় হোটেল পরিচালকদেরও। এই বিষয়ে তাঁরা সতর্কও করে থাকেন। অন্যদিকে পুলিশেও একাধিক অভিযোগ জমা পড়েছে। তাতে যে কোনও কাজ হয়নি। পুরীর জগন্নাথধামের অতিথি নিবাসের নামেও ভুয়ো ওয়েবসাইটের অভিযোগে তা স্পষ্ট হল।

মন্দির কর্তৃপক্ষ পুণ্যার্থীদের প্রতারিত হওয়ার কথা জানিয়েছেন। পুরীর মন্দির পরিচালন সমিতির মুখ্য প্রশাসক অরবিন্দ পাধী একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পুণ্যার্থীদের অনেকেই ভুয়ো ওয়েবসাইটের ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন। আমরা এই বিষয়ে পুলিশের অপরাধদমন শাখার সাইবার বিভাগকে জানিয়েছি। এদিকে ওড়িশা পুলিশের তরফে এক কর্তা জানিয়েছেন, হোটেল এবং মন্দিরের অতিথি নিবাসের ভুয়ো ওয়েবসাইটগুলি কারা চালাচ্ছেন, তা খুঁজে বার করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য