স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : আগামী মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে অবসর নিচ্ছেন রাজীব কুমার। তাঁর স্থলাভিষিক্ত হবেন কে? আপাতত সেই আলোচনাতেই মশগুল ওয়াকিবহাল মহল। যা গুঞ্জন, তা সত্যি হলে দেশের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক হতে চলেছেন জ্ঞানেশ কুমার। ১৭ ফেব্রুয়ারি এই সংক্রান্ত বৈঠক হতে চলেছে। সেই বৈঠকেই সম্ভবত নাম ঘোষণা হতে চলেছে জ্ঞানেশের।