Friday, February 7, 2025
বাড়িজাতীয়ভারত সফরের প্রথম দিনে গান্ধীর সবরমতি আশ্রমে চরকা ঘোরালেন বরিস জনসন

ভারত সফরের প্রথম দিনে গান্ধীর সবরমতি আশ্রমে চরকা ঘোরালেন বরিস জনসন


আমেদাবাদ, ২১ এপ্রিল (হি. স.) : ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবার সফরের প্রথম দিনের শুরুতেই গুজরাটে মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে যান তিনি। সেখানে তিনি গান্ধীর ঐতিহাসিক সুতা কাটার চরকা ঘুরিয়ে সুতা কাটার প্রক্রিয়া জেনে নেন।

এদিন সকালে বরিস জনসনকে আহমেদাবাদ বিমানবন্দরে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ও গভর্নর আচার্য দেবব্রত। এরপর সেখান থেকে এক শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয় মহাত্মা গান্ধীর আশ্রমে। জানা গেছে, সবরমতি আশ্রমের পক্ষ থেকে বরিসের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। মহাত্মা গান্ধীর প্রথম দু’টি বইয়ের মধ্যে একটি বই দেওয়া হবে বরিস জনসনকে, যে বইটি কখনো প্রকাশিতই হয়নি। বইটি মূলত তৎকালীন ব্রিটিশ অ্যাডমিরালের কন্যা মেডেলেইন স্লেইনের বায়োগ্রাফি। যিনি গান্ধীজির সংস্পর্শে এসে মীরাবাঈ নাম নিয়েছিলেন। আজীবন গান্ধীজির শিষ্যা হিসেবেই সবরমতি আশ্রমে রয়ে যান তিনি। সফরের দ্বিতীয় দিন শুক্রবার দিল্লিতে পৌঁছাবেন বরিস জনসন। সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য