তিরুপতি, ১২ এপ্রিল (হি.স.): অন্ধ্রপ্রদেশের তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরে মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্ট হলেন ৩ জন পুণ্যার্থী। বিপুল সংখ্যক পুণ্যার্থী সর্বদর্শনের টিকিট পাওয়ার জন্য টিকিট কাউন্টারের সমানে ভিড় করেছিলেন তখনই পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। আহত অবস্থায় ৩ জন পুনার্থীকে পুণ্যার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি) পিআরও রবি কুমার জানিয়েছেন, তিরুপতির তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দিরের তিনটি টোকেন কাউন্টারে প্রচণ্ড ভিড় ছিল। ভিড় দেখে তিরুমালা মন্দিরে সরাসরি পুণ্যার্থীদের দর্শনের জন্য অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি)। পরিস্থিতি এখন স্বাভাবিক।” আহতদের শারীরিক অবস্থা কেমন রয়েছে, তা জানা যায়নি।