Monday, February 17, 2025
বাড়িজাতীয়দেশের উন্নয়নে সমবায়ের অবদান রয়েছে প্রচুর : অমিত শাহ

দেশের উন্নয়নে সমবায়ের অবদান রয়েছে প্রচুর : অমিত শাহ

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): দেশের প্রগতি ও উন্নয়নে সমবায়ের অবদান রয়েছে প্রচুর। বললেন কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে সমবায় নীতি সংক্রান্ত জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, কৃষি অর্থে ২৫ শতাংশ, সার বিতরণে ৩৫ শতাংশ, সার উৎপাদনে ২৫ শতাংশ, চিনি উৎপাদনে ৩১ শতাংশ, দুধ সংগ্রহ ও উৎপাদনে ২৫ শতাংশ, গম সংগ্রহে ৩০ শতাংশ, ধান ২০ শতাংশ সংগ্রহ এবং মাছ উৎপাদনে ২১ শতাংশ অবদান রয়েছে সমবায়ের।”

কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “বর্তমান সময়ের চ্যালেঞ্জের কথা মাথায় রেখে সমবায়, সমবায় আন্দোলনকে প্রস্তুত করতে হবে আমাদের। আমাদের স্বচ্ছতা আনতে হবে, তবেই ক্ষুদ্রতম কৃষকের আস্থা আমাদের প্রতি বাড়বে। আমাদের নির্বাচনে গণতান্ত্রিক মূল্যবোধকে আইনের আওতায় মেনে নিতে হবে।” তিনি আরও বলেছেন, “রাজ্যগুলির সমবায়ের উপর তাঁদের নিজস্ব আইন থাকার অধিকার রয়েছে এবং আমরা এতে হস্তক্ষেপ করতে চাই না। আমাদের সমবায় নীতিগুলিকে শক্তিশালী করার লক্ষ্য থাকা উচিত।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য