Saturday, December 13, 2025
বাড়িজাতীয়যান্ত্রিক ত্রুটি বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানেও, জরুরি অবতরণের ৪৮ ঘণ্টা পরেও কেরলে...

যান্ত্রিক ত্রুটি বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধবিমানেও, জরুরি অবতরণের ৪৮ ঘণ্টা পরেও কেরলে ‘বন্দি’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৮ জুন : যান্ত্রিক ত্রুটির কারণে তড়িঘড়ি কেরলের তিরুবনন্তপুরম বিমানবন্দরে জরুরি অবতরণ করছিল ব্রিটেনের এফ-৩৫বি যুদ্ধবিমান। তার পর থেকে ৪৮ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। বিশ্বের সবচেয়ে দামি সেই যুদ্ধবিমান এখনও রয়েছে কেরলের বিমানবন্দরেই।

রবিবার ভোরে কেরলের তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে ব্রিটেনের রয়্যাল নেভির এফ-৩৫বি স্টেলথ ফাইটার জেটটি। খবর পেয়েই তৎপর হয় ভারতীয় বায়ুসেনা। ওই যুদ্ধবিমান ব্রিটেনের রণতরী ‘এইচএমএস প্রিন্স অফ ওয়েলস’-এর অংশ। সূত্রের খবর, বিমানে এখনও নানা যান্ত্রিক ত্রুটি রয়েছে। সে কারণেই বিমানটিকে এখনই রণতরীতে ফেরানো সম্ভব নয়। সামরিক বিশেষজ্ঞেরা বলছেন, যে কোনও বিদেশি যুদ্ধবিমানের ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে থাকা এমনিতেই বিরল ঘটনা।

এফ৩৫ বিশ্বের অন্যতম দামি এবং উন্নতমানের যুদ্ধবিমান। অত্যন্ত সংকীর্ণ জায়গার মধ্যে থেকেও সেটি উড়তে বা নামতে পারে। মার্কিন সংস্থা ‘লকহিড মার্টিন’ এই বিমান তৈরি করে থাকে। মূলত আমেরিকা, ব্রিটেন এবং নেটো বাহিনীর কাছে এই বিমান রয়েছে। এই বিমান কোনও রকম ক্যাটাপুল্ট সিস্টেম ছাড়াই বিমানবাহী রণতরী থেকে উড়তে পারে। যদিও ভারতীয় বায়ুসেনা একে ‘স্বাভাবিক ঘটনা’ বলেই মনে করছে। ভারতের বায়ুসেনা জানিয়েছে, সে সময় ভারত মহাসাগরে ভারত এবং ব্রিটেনের নৌসেনার যৌথ মহড়া চলছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য