Friday, March 29, 2024
বাড়িজাতীয়জেএনইউ-তে হিংসা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষা দফতর

জেএনইউ-তে হিংসা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষা দফতর

নয়াদিল্লি, ১২ এপ্রিল (হি.স.): গত রবিবার, রামনবমীর দিন দিলির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় শিক্ষা দফতর। রামনবমীর দিন আমিষ খাওয়া ঘিরে তোলপাড় হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। রবিবার ক্যাম্পাসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বাম ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ হয় এই নিয়ে। এবিভিপি কর্মীদের বিরুদ্ধে আমিষ খাবার খেতে বাধা দেওয়ার অভিযোগ করেছে বামপন্থী ছাত্ররা। এদিকে এবিভিপির তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে যে হোস্টেলে পূজা করতে বাধা দিয়েছে বামপন্থী পড়ুয়ারা। এই আবহে দুই গোষ্ঠীর সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই।

এবিভিপি-র বিরুদ্ধে পাথর ছোড়ার অভিযোগ ওঠে। মেস সেক্রেটারিকেও মারধর করা হয় বলে অভিযোগ। রবিবার রাতে জেএনইউয়ে বাম-এবিভিপি ছাত্র সংঘর্ষে আহত হন ছয় পড়ুয়া। গত রবিবার জেএনইউ-র ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ওই ঘটনায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা দফতর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য