নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.): কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন, তিনিই কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী। শনিবার গুরুত্বপূর্ণ কার্যকরী সমিতির বৈঠকে আগামী সভাপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল।
কিন্তু নিজের প্রারম্ভিক ভাষণে সোনিয়া জানিয়ে দেন, “যদি আমাকে বলার অনুমতি দেওয়া হয়, আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রীর দায়িত্ব পালনে রাজি।” এদিন কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে মোট ৫২ জন কংগ্রেস নেতা অংশ নেন। মনমোহন সিং ও দ্বিগ্বিজয় সিং-সহ মোট ৫ জন কংগ্রেস নেতা অংশ নেননি।
শনিবার কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতাদের উদ্দেশে সোনিয়া গান্ধী বলেন, ‘‘আপনারা যদি অনুমতি দেন, তা হলে আমি কংগ্রেসের পূর্ণ সময়ের সভানেত্রী হতে পারি। আমি বরাবরই খোলামেলা পরিবেশে বিশ্বাস রেখে এসেছি। তাই সংবাদমাধ্যমের মাধ্যমে আমার সঙ্গে কথা বলার কী প্রয়োজন?’’ কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে লখিমপুর খেরির ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী। অর্থনীতি নিয়েও সোনিয়া যে কতটা চিন্তিত তাও বলেছেন।