Thursday, November 14, 2024
বাড়িজাতীয়EPF গ্রাহকদের জন্য সুখবর!

EPF গ্রাহকদের জন্য সুখবর!

স্যন্দন ডিজিটাল ডেস্ক। ১৮  সেপ্টেম্বর :  এতদিন একসঙ্গে ৫০ হাজার টাকা তোলা যেত। এবার তা বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। ইপিএফও-র সাবস্ক্রাইবারদের জন্য মিলল এমনই সুখবর। ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। কোনও আপৎকালীন প্রয়োজনে একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি তোলা যেত না এতদিন। এবার তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।

মনসুখ মাণ্ডব্য মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন. ”একজন ইপিএফও সাবস্ক্রাইবার যিনি কোনও পারিবারিক জরুরি অবস্থায় পিএফ থেকে টাকা তুলতে ইচ্ছুক, তাঁর উইথড্রয়াল লিমিট বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে।” সেই সঙ্গেই তিনি আরও একটি সুখবর দেন। বলেন, ”প্রথম ছমাসের মধ্যে আগে টাকা তোলা যেত না পিএফ অ্যাকাউন্ট থেকে। কিন্তু এখন তাঁরা সেটাও করতে পারবেন। এটা ওঁদের টাকা।” মোদি ৩.০ সরকারের প্রথম ১০০ দিন সম্পূর্ণ হওয়ার পরই এই ঘোষণা করা হল বলে তিনি জানান।

প্রসঙ্গত, মধ্যবিত্তদের কাছে ইপিএফওর গুরুত্ব অপরিসীম। বিশেষত অবসর জীবনে তা দারুণ সহায়ক হয়। এবছরই প্রভিডেন্ট ফান্ডে সঞ্চিত অর্থের উপর সুদের হার বাড়িয়ে ৮.১৫ শতাংশ থেকে ৮.২৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এখনও অনেক সংস্থা রয়েছে যারা ইপিএফওর সঙ্গে যুক্ত নয়। সেই সংস্থাগুলি চাইলে ইপিএফওর সঙ্গে যুক্ত হতে পারে বলেও জানাচ্ছেন মাণ্ডব্য।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য