নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : চলতি ২০২২ বর্ষের মেডিক্যালের আন্ডার গ্র্যাজুয়েট ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট-ইউজি) আগামী ১৭ জুলাই। ২ এপ্ৰিল থেকে শুরু হবে ছাত্রছাত্রীদের নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া। চলবে ৭ এপ্রিল পর্যন্ত।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই খবর জানিয়েছেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, গোটা দেশে মোট ১৩টি ভাষা যথাক্রমে ইংরেজি, হিন্দি ও উর্দু এবং আঞ্চলিক ভাষা যেমন বাংলা, অসমিয়া, গুজরাটি, কন্নড়, মারাঠি, মালয়ালম, ওডিয়া, পাঞ্জাবি, তামিল এবং তেলেগুতে এই পরীক্ষা হবে। এবার সম্পূৰ্ণ অফলাইনে প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে দেশের মেডিক্যাল কলেজ গুলিতে ভরতি করা হবে ছাত্রছাত্রীদের।
ইচ্ছুক ছাত্রছাত্রীরা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্টের জন্য তাদের অফিশিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ গিয়ে আবেদন করবেন ইচ্ছুক ছাত্রছাত্রীরা। প্রবেশিকা পরীক্ষায় বসতে হলে কী কী নথিপত্রের প্ৰয়োজন, তা-ও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।সে অনুযায়ী পরীক্ষাৰ্থীদের স্ক্যান কর ফটো এবং স্বাক্ষর, দশম এবং দ্বাদশ শ্ৰেণি উত্তীৰ্ণের প্ৰমাণপত্ৰ, আধার কাৰ্ড, প্রয়োজন সাপেক্ষে জাতিগত (কাস্ট সার্টিফিকেট) প্ৰমাণপত্ৰ আবেদনের সঙ্গে আপলোড করতে হবে।
কীভাবে আবেদন করতে হবে তা-ও জানানো হয়েছে। প্রথমত বলা হয়েছে, প্ৰাৰ্থীরা এই পরীক্ষার জন্য নির্দিষ্ট ওয়েবসইট nta.nic.in-এ যাবেন। এর পর হোমপেজে বিদ্যমান রেজিস্ট্রেশন ফর্মে ক্লিক করতে হবে। নিজের ই-মেইল আইডি এবং মোবাইল ফোনের নম্বর দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর নিজেদের যাবতীয় লগ-ইন তথ্যাবলী সঙ্গে রাখবেন আবেদনকারী প্রার্থীরা।
এছাড়া আবেদনপত্ৰের বাকি তথ্যাবলী পূরণ করে প্ৰয়োজনীয় সবকিছু নথিও আপলোড করতে হবে। সঙ্গে আবেদনের মাশুল (ফিজ) জমা করবেন পরীক্ষার্থীরা। ফিজ জমা দেওয়া হলে আবেদনপত্ৰের একটি কপি ডাউনলোড করে তার প্ৰিন্ট-আউট কপি নিজের কাছে রাখতে হবে বলে জানানো হয়েছে।এখানে উল্লেখ করা যেতে পারে, ২০২১ সালে ১৬,১৪,৭৭৭ জন প্রার্থী নিট-ইউজি পরীক্ষার জন্য তাঁদের নাম রেজিস্ট্রেশন করিয়েছিলেন। এর মধ্যে ৯৫.০৬ শতাংশ অবতীর্ণ হয়েছিলেন পরীক্ষায়। এঁদের মধ্যে মোট ৮,৭০,০৭৪ জন পাশ করেছিলেন (প্রায় ৫৬.০৪ শতাংশ)। পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থীর সংখ্যা পুরুষ প্রার্থীদের থেকে ১.১৯ লাখ বেশি ছিল। এঁদের মধ্যে তিন প্রার্থী সর্বোচ্চ ৭২০ নম্বর পাওয়ায় যৌথভাবে তাঁদের টপার বলে ঘোষণা করা হয়েছিল।প্ৰসঙ্গত, এবার ২০২২ বর্ষের নিট-ইউজি প্রবেশিকায় পরীক্ষার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করেছে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)। এবার নিট প্রবেশিকা প্ৰাৰ্থীদের ২০২২ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ১৭ বছর বয়স পূর্ণ হয়েছে বা পূর্ণ করবেন এ সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় বসার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। আগে অসংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছিল ২৫ বছর এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য ছিল ৩০ বছর।