Friday, February 14, 2025
বাড়িজাতীয়রাজ্যসভা থেকে অবসর ৭২ জন সদস্যের, মোদী বললেন ভবিষ্যত প্রজন্ম অনুভব করবে...

রাজ্যসভা থেকে অবসর ৭২ জন সদস্যের, মোদী বললেন ভবিষ্যত প্রজন্ম অনুভব করবে আপনাদের অভাব

নয়াদিল্লি, ৩১ মার্চ : মেয়াদ শেষ হওয়ার জেরে রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন ৭২ জন সাংসদ। নিয়ম অনুযায়ী, প্রতি দু’বছর অন্তর সংসদের উচ্চকক্ষের এক তৃতীয়াংশ সদস্যের ছয় বছরের মেয়াদ শেষ হয়। সেটিই শেষ হতে চলেছে। সেই মত অবসর নিচ্ছেন এই সাংসদরা। আগামী এপ্রিল মাসেই তাঁদের মধ্যে অধিকাংশের সদস্যপদের মেয়াদ সম্পূর্ণ হওয়ার কথা।

 বিদায়ী সাংসদদের মধ্যে যেমন কংগ্রেসের বর্ষীয়াণ সাংসদরা রয়েছেন। তেমনই রয়েছেন বিজেপির বেশ কিছু কেন্দ্রীয় মন্ত্রীও। অবসরপ্রাপ্তদের তালিকায় উল্লেখযোগ্য কিছু নাম রয়েছে। যেমন রয়েছে উচ্চকক্ষের সহকারী বিরোধী দলনেতা আনন্দ শর্মা, একে অ্যান্টনি, সুব্রামানিয়াম স্বামী, এম সি মেরি কম, স্বপন দাশগুপ্ত-সহ প্রমুখরা।

এছাড়াও নির্মলা সীতারমন, জয়রাম রমেশ এবং এম জে আকবরদের মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। অপরদিকে জুলাইতে মেয়াদ শেষ হতে চলেছে, মুক্তার আব্বাস নাকভি, পি চিদম্বরম, পিযুষ গোয়েল, অম্বিকা সোনি ও কপিল সিবালের মত বর্ষীয়ান সদস্যদের। বৃহস্পতিবার সংসদের জিরো আওয়ারে রাজ্যসভায় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল বিদায়ী সাংসদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের অভাব ভবিষ্যত প্রজন্ম প্রতি মুহুর্তে অনুভব করবে। অভিজ্ঞতার ক্ষমতা সব সময়েই বেশি। সেটিকে সারা ভারতে ছড়িয়ে দিন’। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও বিদায়ী সাংসদদের উদ্দেশ্যে ভাষণ দেন। এদিন সন্ধ্যায় রাজ্যসভার অধ্যক্ষ তথা উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর বাসভবনে বিদায়ী সাংসদদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়েছে।সূত্রের খবর, সেখানে এক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে, সদনে এতগুলি আসন ফাঁকা হওয়ায় কক্ষে নিজেদের সংখ্যা ও অবস্থান মজবুত করার পরিকল্পনা শুরু করেছে বিজেপি। আজ সারা দেশের বিভিন্ন রাজ্যের মোট ১৩টি আসনে রাজ্যসভা নির্বাচন হওয়ার কথা। সেখান থেকে বেশ কিছু নতুন সাংসদ পেতে পারে বিজেপি। তবে এই মাসে ও আগামী মাসগুলিতে মেয়াদ উত্তীর্ণ সাংসদদের মধ্যে অনেকেই বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য। তাই তাঁদের অনেককেই বিজেপি ফের কক্ষে ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। তবে কংগ্রেসের বহু বিদায়ী সাংসদই বর্তমানে প্রতিবাদী গোষ্ঠি জি-২৩ এর অংশ। তাই কংগ্রেসের তরফে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা কমই বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য