Saturday, February 15, 2025
বাড়িজাতীয়কংগ্রেস সদস্যপদ সংগ্রহের অভিযান ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল

কংগ্রেস সদস্যপদ সংগ্রহের অভিযান ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : কংগ্রেস দলের সাংগঠনিক নির্বাচনের জন্য সদস্যপদ অভিযানের সময়সীমা ৩১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ল।গত বছরের ১ নভেম্বর কংগ্রেসের সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়।
দলীয় সূত্র অনুসারে দক্ষিণের রাজ্যগুলি তেলেঙ্গানার সঙ্গে এই অভিযান শুরু হয়।সূত্র জানায়, তেলেঙ্গানায় ৩৯ লাখ, কর্ণাটকে ৩৪ লাখ, মহারাষ্ট্রে ১৫ লাখ, গুজরাটে ১০ লাখ, কেরলে ১০ লাখ, ছত্তিশগড়ে পাঁচ লাখ, বিহারে চার লাখ, দিল্লিতে তিন লাখ এবং রাজস্থানে তিন লাখ সদস্য তালিকাভুক্ত হয়েছেন। .নির্বাচনী চ্যালেঞ্জের জন্য দলকে আরও ভালোভাবে প্রস্তুত করতে ডিজিটাল সদস্যপদে এই অভিযানের জোর দেওয়া হয়েছে বলে মনে হচ্ছে।

দলের নেতারা ফেব্রুয়ারী-মার্চে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এমন পাঁচটি সহ সমস্ত রাজ্যে ‘ডিজিটাল সদস্যপদ’ ড্রাইভ বাড়ানোর চেষ্টা করছেন।সূত্র জানায়, কাগজে-কলমে এবং ডিজিটালভাবে নথিভুক্ত করার বিকল্পগুলি নিয়ে এখন পর্যন্ত প্রায় ৪.৫ কোটি মানুষ কংগ্রেসের সদস্য হয়েছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য