মুম্বই, ৩১ মার্চ (হি.স.) : আগামী ২ এপ্রিল শনিবার থেকে মহারাষ্ট্রে সমস্ত কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য একটি আদেশ জারি করা হবে। আমরা যে আদেশটি পরা বাধ্যতামূলক করেছিল তা প্রত্যাহার করব। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পরে স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেন।
মুখ্যমন্ত্রী ঠাকরে বলেন, গুডিপোয়া উৎসব নতুন বছরকে চিহ্নিত করে।মহারাষ্ট্রে সমস্ত কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী বিধিনিষেধ প্রত্যাহারের পিছনে কারণ হিসাবে প্রতিদিনের কোভিড এবং ইতিবাচকতার হারের কথা উল্লেখ করেন। মহারাষ্ট্র বৃহস্পতিবার ১৮৩জন নতুন করে সংক্রমণ হওয়ার খবর পাওয়া গিয়েছে।