Monday, February 10, 2025
বাড়িজাতীয়১-৩ এপ্রিল নবরেহ উদযাপন, ভার্চুয়ালি কাশ্মীরি হিন্দুদের সম্বোধন করবেন মোহন ভাগবত

১-৩ এপ্রিল নবরেহ উদযাপন, ভার্চুয়ালি কাশ্মীরি হিন্দুদের সম্বোধন করবেন মোহন ভাগবত

নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): আগামী ৩ এপ্রিল নবরেহ উদযাপন অনুষ্ঠানে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। আগামী ১-৩ এপ্রিল ‘ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে জম্মুর সঞ্জীবিনী শারদা কেন্দ্র। বিগত কয়েক বছর ধরেই ‘নবরেহ, ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে সঞ্জীবিনী শারদা কেন্দ্র। আয়োজিত হয় বিভিন্ন সেমিনার, প্রবন্ধ রচনা ও ক্যুইজ প্রতিযোগিতা। নবরেহ উদযাপনের শেষ দিন কাশ্মীরি হিন্দুদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত।

সঞ্জীবিনী শারদা কেন্দ্র জানিয়েছে, ১ এপ্রিল ত্যাগ দিবস পালিত হবে, শ্রিয়া ভাটের স্মরণে, এরপর ২ এপ্রিল নবরেহ (নতুন বছরের প্রথম দিন) উদযাপিত হবে, নবরেহ সঙ্কল্প দিবস হিসেবে। ৩ এপ্রিল, শেষ দিন কাশ্মীরের অষ্টম শতাব্দীর রাজা ললিতাদিত্য মুক্তাপীড়ার সম্মানে শৌর্য্য দিবস পালিত হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য