নয়াদিল্লি, ৩০ মার্চ (হি.স.): আগামী ৩ এপ্রিল নবরেহ উদযাপন অনুষ্ঠানে কাশ্মীরি পণ্ডিতদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত। আগামী ১-৩ এপ্রিল ‘ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে জম্মুর সঞ্জীবিনী শারদা কেন্দ্র। বিগত কয়েক বছর ধরেই ‘নবরেহ, ত্যাগ ও শৌর্য্য দিবস’ উদযাপন করছে সঞ্জীবিনী শারদা কেন্দ্র। আয়োজিত হয় বিভিন্ন সেমিনার, প্রবন্ধ রচনা ও ক্যুইজ প্রতিযোগিতা। নবরেহ উদযাপনের শেষ দিন কাশ্মীরি হিন্দুদের উদ্দেশে বক্তব্য রাখবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত।
সঞ্জীবিনী শারদা কেন্দ্র জানিয়েছে, ১ এপ্রিল ত্যাগ দিবস পালিত হবে, শ্রিয়া ভাটের স্মরণে, এরপর ২ এপ্রিল নবরেহ (নতুন বছরের প্রথম দিন) উদযাপিত হবে, নবরেহ সঙ্কল্প দিবস হিসেবে। ৩ এপ্রিল, শেষ দিন কাশ্মীরের অষ্টম শতাব্দীর রাজা ললিতাদিত্য মুক্তাপীড়ার সম্মানে শৌর্য্য দিবস পালিত হবে।