স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ আগস্ট : আর জি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। এমন আবহে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর স্পষ্ট বার্তা, নারী নির্যাতন-ধর্ষণের মতো অপরাধে দোষীদের দ্রুত কড়া শাস্তি দিতে হবে। এমন অপরাধগুলির ক্ষেত্রে রাজ্য সরকারগুলিকে গুরুত্ব দিয়ে বিচার করার পরামর্শ দিলেন। সাম্প্রতির পরিস্থিতিতে যা অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার উত্তপ্ত দেশ। দোষীর শাস্তির দাবিতে সরব সকলেই। রাস্তায় নেমেছে আমজনতা থেকে তারকারা। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এ সম্পর্কে কিছু বলেন কি না, সেদিকে নজর ছিল গোটা দেশের। আর জি করের নাম না করেও নারী নির্যাতন ও ধর্ষণ নিয়েকড়া বার্তা দিলেন তিনি।
মোদি বলেন, “লালকেল্লা থেকে আরও একবার আমি দুঃখ প্রকাশ করতে চাই। মহিলাদের উপর যে নির্যাতন চলছে, গুরুত্ব সহকারে তা নিয়ে ভাবা দরকার। এ নিয়ে দেশজুড়ে ক্ষোভ তৈরি হচ্ছে।” রাজ্য সরকারগুলির প্রতি বার্তা দিয়ে মোদির দাবি, “দেশ, সমাজ, রাজ্য় সরকারের উচিত এটা নিয়ে ভাবা। যারা মহিলাদের উপর অত্যাচার করছে, যত দ্রুত সম্ভব তাদের বিচার করে কঠোর সাজা দিতে হবে। তবেই সমাজের প্রতি মহিলাদের বিশ্বাস ফিরবে।” তাঁর আক্ষেপ, “যখন ধর্ষণ বা মহিলাদের উপর নির্যাতনের ঘটনা ঘটে, তা ফলাও করে প্রচার পায়। কিন্তু সেই সব অপরাধের যারা সাজা পায়, সেই খবর প্রচার পায় না।” এর পরই মোদির সংযোজন, “শাস্তির কথাও প্রচাপ পাক। লোকে বুঝুক, এই ধরনের অপরাধ করলে ফাঁসি পর্যন্ত হতে পারে। তাহলে মানুষ ভয় পাবে। এই ভয়ের আবহ তৈরি হওয়াটা দরকার।”