নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকার মঙ্গলবার লোকসভায় তথ্য দিয়ে জানাল, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাত্র ৩৬৬টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে। লোকসভার সাংসদ রঞ্জনবেন ধনঞ্জয় ভাটের একটি প্রশ্নের উত্তরে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে ২০১৮ সালের পর নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিগত ৪ বছরে ৩৬৬টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।
সংসদের নিম্নকক্ষে তিনি আরও জানিয়েছেন, পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চপ্যাডে উপস্থিত রয়েছে জঙ্গিরা। সীমান্তে অনুপ্রবেশ রুখতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার/লাইন অফ কন্ট্রোল, সীমান্ত কাঁটাতার, সুরক্ষা বাহিনীকে আধুনিক ও উন্নত অস্ত্র সরবরাহ প্রভৃতি।