Monday, February 10, 2025
বাড়িজাতীয়২০১৮-র পর থেকে এলওসি-তে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে, লোকসভায় জানাল সরকার

২০১৮-র পর থেকে এলওসি-তে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে, লোকসভায় জানাল সরকার



নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): কেন্দ্রীয় সরকার মঙ্গলবার লোকসভায় তথ্য দিয়ে জানাল, ২০১৮ সালের পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাত্র ৩৬৬টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে। লোকসভার সাংসদ রঞ্জনবেন ধনঞ্জয় ভাটের একটি প্রশ্নের উত্তরে লিখিত জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন, জম্মু-কাশ্মীরে ২০১৮ সালের পর নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে। বিগত ৪ বছরে ৩৬৬টি অনুপ্রবেশের ঘটনা ঘটেছে।

সংসদের নিম্নকক্ষে তিনি আরও জানিয়েছেন, পাওয়া তথ্য অনুযায়ী পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বিভিন্ন লঞ্চপ্যাডে উপস্থিত রয়েছে জঙ্গিরা। সীমান্তে অনুপ্রবেশ রুখতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে ও নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল বর্ডার/লাইন অফ কন্ট্রোল, সীমান্ত কাঁটাতার, সুরক্ষা বাহিনীকে আধুনিক ও উন্নত অস্ত্র সরবরাহ প্রভৃতি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য