Tuesday, February 11, 2025
বাড়িজাতীয়২৮ মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ প্রমোদ সাওয়ান্তের, উপস্থিত থাকতে পারেন মোদী-সহ...

২৮ মার্চ গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ প্রমোদ সাওয়ান্তের, উপস্থিত থাকতে পারেন মোদী-সহ অনেকেই


পানাজি, ২২ মার্চ (হি.স.): আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অনেকেই। মঙ্গলবার প্রমোদ সাওয়ান্ত নিজেই জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তিনি নিজেই আমন্ত্রণ জানিয়েছেন।

সোমবারই গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাইবের কাছে সরকার গঠনের দাবি জানান সাওয়ান্ত ও বিজেপি বিধায়করা। এরপর মঙ্গলবার জানা যায়, আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। এবারের গোয়া বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি, ৪০-আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ২০টি আসনে বিজেপি জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার একটি আসনের অভাব ছিল বিজেপির, তবে সেই অভাব পূরণ করেছে মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পাত্রী ও নির্দল প্রার্থী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য