পানাজি, ২২ মার্চ (হি.স.): আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অনেকেই। মঙ্গলবার প্রমোদ সাওয়ান্ত নিজেই জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে তিনি নিজেই আমন্ত্রণ জানিয়েছেন।
সোমবারই গোয়ার রাজ্যপাল পি এস শ্রীধরণ পিল্লাইবের কাছে সরকার গঠনের দাবি জানান সাওয়ান্ত ও বিজেপি বিধায়করা। এরপর মঙ্গলবার জানা যায়, আগামী ২৮ মার্চ, সোমবার গোয়ার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রমোদ সাওয়ান্ত। এবারের গোয়া বিধানসভা নির্বাচনে বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে বিজেপি, ৪০-আসন বিশিষ্ট গোয়া বিধানসভায় ২০টি আসনে বিজেপি জিতেছে। সংখ্যাগরিষ্ঠতার একটি আসনের অভাব ছিল বিজেপির, তবে সেই অভাব পূরণ করেছে মহারাষ্ট্রওয়াড়ি গোমন্তক পাত্রী ও নির্দল প্রার্থী।