Thursday, February 6, 2025
বাড়িরাজ্যরেগায় কাজ পেতে ও মজুরির জন্য এখন আন্দোলন করতে হয় না :...

রেগায় কাজ পেতে ও মজুরির জন্য এখন আন্দোলন করতে হয় না : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মার্চ (হি.স.) : বদলেছে ত্রিপুরা। সহজ হয়েছে মানুষের জীবনযাপন। তাই, ত্রিপুরায় এমজিএনরেগায় কাজ পেতে ও মজুরির জন্য এখন কোনও আন্দোলন করতে হয় না। যাঁরা কাজ করছেন তাঁদের সবার অ্যাকাউন্টেই টাকা সময়মতো ঢুকে যাচ্ছে। আজ মঙ্গলবার বিধানসভায় ২০২১-২২ অর্থবছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবির সমর্থনে এবং বিরোধীদের আনীত ছাটাই প্রস্তাবগুলির বিরোধিতা করে উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মা দৃঢ়তার সাথে এ কথা বলেন। তাঁর কথায়, টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য ই-টেন্ডারিং চালু করা হয়েছে।

আজ বিধানসভায় ২০২১-২২ অর্থবছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের বিরোধিতায় ছাটাই প্রস্তাবের সমর্থনে বিরোধী বিধায়ক ভানুলাল সাহা বলেন, গ্রামোন্নয়ন দফতরে ১০৩৭ কোটি টাকার অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অথচ, রেগায় বরাদ্দ কমে হয়েছে ৩৭ কোটি টাকা। তাতে নিশ্চিত রেগায় শ্রম দিবস কমবে, গরিবের পকেটে কম অর্থ ঢুকবে। তিনি কটাক্ষের সুরে বলেন, বিদ্যুৎ দফতরেও অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। অথচ, বিদ্যুৎ নিগমের প্রাক্তন সিএমডি ডা. কেলের কীর্তি নিয়ে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি সমালোচনা করে বলেন, ডা. কেলে মহাবিপদ ঘটিয়ে গেছেন, যার প্রভাব ঠিকেদাররা অনুভব করতে পারছেন। তাঁর সাফ কথা, অহেতুক টাকা নষ্ট করার কোনও যৌক্তিকতা নেই। কারণ, ওই অর্থ খরচের সুফল মানুষের কাছে পৌঁছবে না।

এদিন সংশ্লিষ্ট দফতরের ব্যয় বরাদ্দের দাবির সমর্থনে এবং বিরোধীদের আনা ছাটাই প্রস্তাবগুলির বিরোধিতা করে জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, গত ৭০ বছরে রাজ্যে সমতল এবং পাহাড়ের মধ্যে বৈষম্যমূলক উন্নয়ন হয়েছে। এই সময়ে জনজাতিরা দারুণভাবে বঞ্চিত হয়েছেন। তাই, জনজাতিদের উন্নয়নের ব্যাপারে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। রোজগার সৃষ্টি হয় এমন কাজের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

পানীয়জল ও স্বাস্থ্যবিধি দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পাইপলাইনের মাধ্যমে প্রত্যেকের বাড়িতে পানীয়জল পৌঁছে দেবার লক্ষ্যে জলজীবন মিশনে কাজ হচ্ছে। বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করে চলেছে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের গাইডলাইনও যথাযথভাবে মেনে চলা হচ্ছে। এছাড়া বক্তব্য পেশ করেন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়।উভয় পক্ষের আলোচনা শেষে ছাটাই প্রস্তাবগুলি ধ্বনি ভোটে বাতিল হয়ে গেছে এবং ২০২১-২২ অর্থ বছরের অতিরিক্ত ব্যয় বরাদ্দের দাবি গৃহীত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য