নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লার অফিসে গিয়ে তাঁর কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন অখিলেশ যাদব। ইস্তফাপত্র জমা দেওয়ার সময় বেশ হাসিখুশি দেখা গিয়েছে অখিলেশকে, অর্থাৎ কোনও আফসোস নেই তাঁর বুঝিয়ে দিয়েছেন। এদিনই লোকসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা আজম খান। বিধায়ক পদেই খুশি সপা-এর এই দুই নেতা।
এবারের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে কারহাল আসনে জিতেছেন অখিলেশ যাদব, আজম খান জিতেছেন রামপুর বিধানসভা আসনে। উত্তর প্রদেশে এবার গেরুয়া ঝড়ে বিজেপির কাছে হেরে গেলেও, আসন সংখ্যা বেড়েছে সমাজবাদী পার্টির। অখিলেশ ও আজম খানকে জিতিয়েছেন উত্তর প্রদেশের জনগণ, তাই লোকসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে উত্তর প্রদেশের বিধায়ক হিসেবেই থেকে যাচ্ছেন দু’জন।