Monday, February 17, 2025
বাড়িজাতীয়ইউক্রেন ফেরত ২০ হাজার ডাক্তারি পড়ুয়ার ভারতে পড়ার সুযোগ চাই, দিল্লি হাইকোর্টে...

ইউক্রেন ফেরত ২০ হাজার ডাক্তারি পড়ুয়ার ভারতে পড়ার সুযোগ চাই, দিল্লি হাইকোর্টে মামলা

নয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনে ডাক্তারি পড়তে যাওয়া ভারতীয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। অপারেশন গঙ্গা-র আওতায় বিশেষ উড়ানের ব্যবস্থা করে ইতিমধ্যে ২০ হাজার মেডিক্যাল পড়ুয়াকে দেশে ফিরিয়ে এনেছে বিদেশমন্ত্রক। কিন্তু দেশে ফিরেও ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত ইউক্রেন ফেরত এই মেডিক্যাল পড়ুয়ারা। এমত অবস্থায় বিদেশে পড়তে যাওয়া এই মেডিক্যাল পড়ুয়াদের উদ্বেগ দূর করতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল প্রবাসী লিগ্যাল সেল নামে একটি এনজিও।

ইউক্রেন ফেরত ২০ হাজার ডাক্তারি পড়ুয়া যাতে ভারতের মেডিক্যাল কলেজগুলিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ পায়, সেই আর্জি পেশ করেই জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। সূত্রের খবর, দিল্লি হাইকোর্ট মামলাটি গ্রহণও করেছে। খুব শিগগিরই শুনানি হতে পারে।

বিগত দিনগুলিতে একাধিক ইস্যুতে অনাবাসী ভারতীয়দের অধিকার নিয়ে আইনি লড়াই করেছে এই সংস্থাটি। এবার ইউক্রেনের ভারতীয় পড়ুয়াদের পাশে দাঁড়াল তারা। প্রবাসী লিগ্যাল সেলের তরফে বলা হয়েছে, আমরা চাই ইউক্রেন ফেরত ২০ হাজার ভারতীয় মেডিক্যাল পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর হোক। এই পড়ুয়ারা যাতে ভারতে পড়াশোনা শেষ করতে পারে, সেই মর্মে ন্যাশনাল মেডিক্যাল কমিশন ও কেন্দ্রকে নির্দেশ দিক হাইকোর্ট। সূত্রের খবর, ২১ মার্চ এই মামলার শুনানি হতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য