পাটিয়ালা, ১০ মার্চ (হি.স.): আম আদমি পার্টির প্রার্থীর কাছে বড়সড় ব্যবধানে হেরে গেলেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেসের প্রার্থী ক্যাপ্টেন অমরিন্দর সিং। পাটিয়ালা আসনে আপ প্রার্থী অজিতপাল সিং কোহলির কাছে ১৯ হাজার ৮৭৩ ভোটে হেরে গিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। পটিয়ালার ‘গড়’ রক্ষাই বড় চ্যালেঞ্জ ছিল অমরিন্দরের, সেই পরীক্ষায় তিনি অনুত্তীর্ণ হলেন।
এই পরাজয়েই ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের রাজনীতির যুদ্ধ শেষ হয়ে গেল কি না, তা বলবে সময়। কিন্তু পঞ্জাবের রাজনীতিতে নতুন শক্তির উত্থানে প্রাক্তন ফৌজি অমরিন্দর যে অশ্বপৃষ্ঠ থেকে ভূপাতিত, তাতে কোনও সন্দেহ নেই। প্রসঙ্গত, পঞ্জাবের কংগ্রেস পরিষদীয় দলের অন্দরে বিক্ষোভের জেরেই দ্বিতীয় বারের মুখ্যমন্ত্রিত্বের মেয়াদটাও পূর্ণ করতে পারেননি তিনি। বিধানসভা ভোটের আগেই মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন। নতুন দলও গঠন করেন, বিজেপির সঙ্গে জোট করে লড়েছেন। কিন্তু, হেরে গেলেন প্রাক্তন ফৌজি।