Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, বিরোধীরা বিভ্রান্ত করছেন : পীযূষ...

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে চিন্তিত প্রধানমন্ত্রী, বিরোধীরা বিভ্রান্ত করছেন : পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.): কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা পীযূষ গোয়েল। বুধবার এক সাংবাদিক সম্মেলনে পীযূষ গোয়েল বলেছেন, “ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে প্রতিনিয়ত চিন্তা প্রকাশ করছেন প্রধানমন্ত্রী, কিন্তু যাঁরা ইউক্রেনে আটকে রয়েছেন তাঁদের পরিবারকে সাহায্য করার পরিবর্তে কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি ভুল তথ্য ছড়াচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করছেন।” এদিন বিজেপির সদর কার্যালয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেন পীযূষ গোয়েল ও অনুরাগ সিং ঠাকুর।

পীযূষ গোয়েল আরও বলেছেন, ইউক্রেনে আটকে পড়া প্রায় ১৮.৫ শিক্ষার্থীর পরিবারের কাছে গিয়েছেন আমাদের দলীয় কর্মীরা। তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং যাবতীয় বিষয় কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। গোয়েল আরও বলেছেন, সমগ্র দেশবাসীর মধ্যে বিশ্বাস রয়েছে ভারত সরকার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের এই সঙ্কট থেকে উদ্ধার করবেন। মাত্র তিন সপ্তাহের মধ্যে ইউক্রেনে আটকে পড়া ২০,০০০ ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য