Monday, February 10, 2025
বাড়িজাতীয়অখিলেশের বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে

অখিলেশের বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে

নয়াদিল্লি, ৯ মার্চ (হি.স.) : সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধে নালিশ জানাতে বিজেপি প্রতিনিধি দল বুধবার নির্বাচন কমিশন পৌঁছায়। উত্তর প্রদেশে ভোটের হিংসামুক্ত গণনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সময়ে, সমাজবাদী পার্টির নেতৃত্বের উস্কানিমূলক বক্তব্যে আপত্তি জানায় এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-র নেতৃত্বে ওই প্রতিনিধিদল নির্বাচন কমিশনের বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আসন্ন পরাজয়ে সম্পূর্ণভাবে হতাশ। তিনি গতকাল এমন ভাষা ব্যবহার করেছেন যা গণতন্ত্রের জন্য বিপদের লক্ষণ। তাদের উচিত জনগণের মতামত গ্রহণ করা। একজন দায়িত্বশীল নেতৃত্ব জনগণকে উস্কানি দেওয়া সঠিক কাজ না।প্রতিনিধি দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভি এবং জি. কিষাণ রেড্ডি উপস্থিত ছিলেন।প্রধান বলেন, বারাণসীতে গতকালের ঘটনা নিন্দনীয়। পুরো প্রক্রিয়ায় ভোটগ্রহণের ইভিএম নিরাপদ রাখা হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য