Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সীমান্তে শান্তি অত্যাবশ্যক :...

ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে সীমান্তে শান্তি অত্যাবশ্যক : শ্রিংলা

মুসৌরি (উত্তরাখণ্ড), ৯ মার্চ (হি.স.): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করতে সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থার অত্যন্ত জরুরি। বললেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। শ্রিংলার কথায়, চিনকে স্পষ্ট করে ভারত জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থাই উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ।

বুধবার উত্তরাখণ্ডের মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে (এলবিএসএনএএ) ‘ভারতের প্রতিবেশী’ ট্রেনিং মডিউলে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, “প্রতিবেশীই প্রথম পলিসি, প্রধানমন্ত্রীর আহ্বানে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে আমাদের সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়।” পররাষ্ট্র সচিব শ্রিংলা আরও যোগ করে বলেন, “পাকিস্তান ছাড়া বাকি এই দেশগুলির সঙ্গে আমরা সবচেয়ে ঘনিষ্ঠভাবে কাজ করি।” চিনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বিদেশ সচিব জানিয়েছেন, চিনকে স্পষ্ট করে ভারত জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতাবস্থাই উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অপরিহার্য অঙ্গ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য