Wednesday, February 12, 2025
বাড়িজাতীয়আগামী ২৭ মার্চ থেকে দেশে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা

আগামী ২৭ মার্চ থেকে দেশে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা



নয়াদিল্লি, ৮ মার্চ (হি. স.) : আগামী ২৭ মার্চ থেকে দেশে পুরোপুরি স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। মঙ্গলবার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, করোনা অতিমারীর কারণে বন্ধ থাকা পরিষেবা এবার স্বাভাবিক হতে চলেছে। আগামী ২৭ মার্চ থেকেই শুরু হবে স্বাভাবিক পরিষেবা। অর্থাৎ ওইদিন থেকে ভারতে কোনও আন্তর্জাতিক বিমান নামা বা ওঠায় কোনও রকম নিষেধাজ্ঞা থাকবে না।

করোনার থাবায় ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা। মারণ ভাইরাসের সংক্রমণ রুখতে আন্তর্জাতিক বিমান সংস্থার বিমান চলাচলের উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। যার জেরে গত দু-বছর ধরে চরম সঙ্কটে পড়েছিলেন লক্ষ-লক্ষ ব্যবসায়ী, পড়ুয়া। এবার স্বাভাবিক হচ্ছে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবা। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে এক এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত, করোনার লড়াইয়ে অনেকটাই সুস্থ দেশবাসী। দৈনিক সংক্রমণ নেমে দাঁড়িয়েছে ৪ হাজারের নিচে। কমেছে অ্যাকটিভ কেসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় প্রায় সব রাজ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ। এবার স্বাভাবিক হতে চলেছে আন্তর্জাতিক উড়ান পরিষেবা। হিন্দুস্থান সমাচার / সোনালি‍

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য