নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.) : ইউক্রেনের সুমি থেকে সমস্ত ভারতীয় ছাত্রদের সরিয়ে মেওয়া হয়েছে। মঙ্গলবার বিদেশ মন্ত্রক ঘোষণা একথা টুইট করে জানিয়েছে,”অনেক খুশি যে আমরা সুমি থেকে সমস্ত ভারতীয় ছাত্রদের সরিয়ে নিতে পেরেছি। তারা বর্তমানে পোলতাভা যাওয়ার পথে, যেখান থেকে তারা পশ্চিম ইউক্রেনে ট্রেনে উঠবে। অপারেশন গঙ্গার অধীনে ফ্লাইটগুলি তাদের বাড়িতে আনার জন্য প্রস্তুত করা হচ্ছে।”
বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এদিন জানিয়েছেন, ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে ভারতীয় নাগরিকদের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’-এর অধীনে, এ পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয়কে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার ইউক্রেনের প্রতিবেশী দেশগুলি থেকে বিশেষ অসামরিক ফ্লাইটে ৪১০ ভারতীয়কে সুসেভা থেকে দুটি বিশেষ অসামরিক ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে।