Saturday, February 15, 2025
বাড়িজাতীয়ফলপ্রসূ ছিল আগের বৈঠক, ১১ মার্চ ফের বৈঠকে বসছে ভারত ও চিন

ফলপ্রসূ ছিল আগের বৈঠক, ১১ মার্চ ফের বৈঠকে বসছে ভারত ও চিন

নয়াদিল্লি, ৮ মার্চ (হি.স.): কোর কমান্ডার স্তরের চতুর্দশ দফার বৈঠক মোটের উপর ফলপ্রসূ ছিল, ভারত ও চিন উভয়পক্ষই পশ্চিম সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর প্রাসঙ্গিক সমস্যা সমাধানের জন্য খোলামেলা আলোচনা এবং নিজেদের মধ্যে মতবিনিময় করেছিল। এবার কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। আগামী ১১ মার্চ, শুক্রবার চুশূল-মলডো মিটিং পয়েন্টে হবে ওই বৈঠক।

২০২০ সালের এপ্রিলে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) পেরিয়ে চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অনুপ্রবেশের পরেই অশান্তির সূচনা। কূটনৈতিক এবং সেনা স্তরের আলোচনার মধ্যেই ২০২০-র ১৫ জুন গালওয়ানে সংঘর্ষে প্রাণ হারান ২০ জন ভারতীয় জওয়ান। এখনও পর্যন্ত ১৪ দফায় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক হয়েছে। কোর কমান্ডার স্তরের বৈঠকে প্যাং‌গং হ্রদের উত্তর দক্ষিণ তির, গালওয়ানের মতো এলাকায় ‘মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো’ (ডিসএনগেজমেন্ট) এবং ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র বিষয়ে সিদ্ধান্ত হলেও অন্য এলাকাগুলি নিয়ে এখনও মতানৈক্য রয়ে গিয়েছে। এমতাবস্থায় ১১ মার্চের কোর কমান্ডার স্তরের পঞ্চদশতম বৈঠকে বিবাদ মিটবে বলেই আশা করছে ভারত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য