Tuesday, January 21, 2025
বাড়িজাতীয়বিজেপি ছাড়লেন প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র সিংহ!

বিজেপি ছাড়লেন প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র সিংহ!

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৮ এপ্রিল   :  লোকসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন হরিয়ানার প্রভাবশালী জাঠ নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চৌধরি বীরেন্দ্র সিংহ। সোমবার বিজেপির প্রাথমিক সদস্যপদ ছেড়ে ইস্তফা দেওয়ার ঘোষণা করে তিনি বলেন, ‘‘মঙ্গলবার আমি কংগ্রেসে যোগ দেব।’’

২০১৪-র লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন বীরেন্দ্র। ২০১৪-১৯ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন, পঞ্চায়েতি রাজ, ইস্পাত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী ছিলেন। বিজেপির টিকিটে দু’দফায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। কিন্তু ২০২০ সালের পর তাঁকে আর সংসদের উচ্চকক্ষে টিকিট দেয়নি বিজেপি।

বীরেন্দ্রের স্ত্রী প্রেমলতা হরিয়ানার ২০১৪-১৯ হরিয়ানার বিজেপি বিধায়ক ছিলেন। পুত্র বিজেন্দ্রকে ২০১৯ সালে হিসার কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি। জেজেপি-র দুষ্যন্ত চৌতালাকে হারিয়ে জয়ী হয়েছিলেন তিনি। মার্চ মাসে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বীজেন্দ্র। লোকসভা ভোটের আগে প্রয়াত জাঠ নেতা ছোটুরামের পরিবারের কংগ্রেস যোগদান হরিয়ানায় বিজেপিকে অস্বস্তিতে ফেলতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য