Saturday, February 15, 2025
বাড়িজাতীয়২০২৪ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে দিল কংগ্রেস

২০২৪ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে দিল কংগ্রেস

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৫ এপ্রিল : প্রার্থী ঘোষণা এবং জোটসঙ্গীদের সঙ্গে আসনরফার প্রশ্নে বিজেপির থেকে অনেকটাই পিছিয়ে কংগ্রেস। কিন্তু ইস্তেহার তৈরির ক্ষেত্রে অন্তত শাসকদলকে টেক্কা দিল হাত শিবির। বিজেপির আগে ২০২৪ নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে দিল হাত শিবির। এবারে কংগ্রেসের মূল থিম ‘ন্যায়’। ইস্তেহারের নাম দেওয়া হয়েছে ‘ন্যায়পত্র’। দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের তাবড় শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।
ইস্তেহারের মূল থিম পাঁচ ন্যায়। মহিলাদের জন্য ন্যায়, তরুণদের জন্য ন্যায়, কৃষকদের জন্য ন্যায়, শ্রমিক জন্য ন্যায় এবং সামাজিক ন্যায়। এই পাঁচ ন্যায়ের অধীনে মোট ২৫টি গ্যারান্টির কথা বলছে হাত শিবির। এই ২৫ গ্যারান্টির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মোদি জমানায় চালু করা অস্থায়ী ‘অগ্নিবীর’ নিয়োগ কর্মসূচি বাতিল করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ কর্মসূচি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। সম্প্রতি ভারত জোড়ো যাত্রায় অগ্নিবীর নিয়ে বার বার সরব হয়েছেন রাহুল গান্ধী।


বেকারদের ‘ন্যায়’ পাইয়ে দিতে ইস্তেহারে ৩০ লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। মহিলা সংরক্ষণ আইনকে আরও এগিয়ে নিয়ে যেতে চায় হাত শিবির। এবার সরকারি চাকরি ক্ষেত্রেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে ইস্তেহারে। এর বাইরে কংগ্রেসের গুরুত্বপূর্ণ ঘোষণা, ২৫ বছরের কমবয়সি স্নাতকদের জন্য এক বছরের ইন্টার্নশিপ। ওই ইন্টার্নশিপ চলার সময় এক বছরে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তাও দেওয়া হবে বেকারদের।

তাৎপর্যপূর্ণ ভাবে এবারের লোকসভা নির্বাচনে জাতিগত জনগণনাকে ইস্যু করতে চাইছে হাত শিবির। ইস্তেহারেও সেই প্রতিশ্রুতি থাকছে। কংগ্রেস বলছে, ক্ষমতায় ফিরলে জাতিগত জনগণনার ভিত্তিতে ৫০ শতাংশ পর্যন্ত জাতিভিত্তিক সংরক্ষণ এবং ১০ শতাংশ পর্যন্ত আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য সংরক্ষণ চালু করা হবে।


সাম্প্রতিক অতীতের জ্বলন্ত ইস্যু কৃষক বিক্ষোভ। ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতির দাবিতে আন্দোলন করছেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই কৃষকদের দাবি পূরণের উদ্দেশে এমএসপির আইনি গ্যারান্টি দিচ্ছে হাত শিবির। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কেন্দ্রে ক্ষমতা দখল করলে জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। নরেন্দ্র মোদি ও দেওয়া হয়েছে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য