স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩ এপ্রিল : আগে ছিল কংগ্রেসমুক্ত ভারত গড়ার আহ্বান। এ বার সেটাই আরও তীব্র হয়ে দাঁড়াল, ‘চুন চুন কে সাফ কর দো’-তে। প্রায় বলিউডি সংলাপের ঢঙে প্রধানমন্ত্রী মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপুরের সভা থেকে রুদ্রতেজে কংগ্রেসকে হঠানোর ডাক দিয়ে বললেন, ‘‘চুন চুনকে সাফ কর দো, ইসবার ইনকো ময়দান মে মত রহনে দো!’’ অর্থাৎ বেছে বেছে সাফ করে দিন! ওদের ময়দানে থাকতেই দেবেন না!
ওরা মানে, কংগ্রেস। রবিবার রামলীলা ময়দানের সভা থেকে রাহুল গান্ধী দাবি করেছিলেন, ‘‘বিজেপি যদি ‘ম্যাচ ফিক্সিং’ করে এই ভোট জেতে এবং সংবিধান বদল করতে সক্ষম হয়, তা হলে দেশ জুড়ে আগুন জ্বলবে। দেশ আর বাঁচবে না।’’
রাহুলের এই কথাকেই আজ তাঁর চাঁদমারি করলেন নরেন্দ্র মোদী। বললেন, ‘‘কংগ্রেসের শাহজাদা হুঁশিয়ারি দিয়েছেন, মোদী ক্ষমতায় ফিরলে নাকি দেশ জ্বলবে! ৬০ বছর ক্ষমতায় ছিল ওরা। মাত্র ১০ বছর না থেকেই এত মরিয়া হয়ে গিয়েছে যে আগুন জ্বালানোর কথা বলছে! আপনারা কি সেটা করতে দেবেন? ওদের শাস্তি দেবেন না?’’ তার পরেই সর্বত্র কংগ্রেসকে মুছে ফেলার ডাক দেন তিনি। মোদীর দাবি, কংগ্রেস ‘জরুরি অবস্থা’র মনোভাব নিয়ে চলে। গণতন্ত্রে বিশ্বাস করে না।
রবিবার মিরাটের সভায় যা বলেছিলেন, এ দিনও তার পুনরাবৃত্তি করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠার স্বপ্ন ফেরি করেছেন। এবং আবারও দাবি করেছেন, ‘‘এ বারের নির্বাচন দু’টি শিবিরের লড়াই। আমরা সততা আর স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, অন্য দিকে দুর্নীতিবাজ পরিবারবাদীরা জোট বাঁধছে। ওরাই মোদীকে আক্রমণ করেছে। আমরা বলছি, দুর্নীতি হঠাও। ওরা বলছে, দুর্নীতি বাঁচাও!’’