Saturday, July 27, 2024
বাড়িজাতীয়এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে

এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ মার্চ : বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখায় অভিযুক্ত বিজেপি নেতা উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন! দক্ষিণ ভারতের সেই রাজ্য কর্নাটকে এ বার এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে।

১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ ফেব্রুয়ারি ওই নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন। সে সময়ই যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ।

লোকসভা ভোটের আগে কর্নাটকে ঘুরে দাঁড়াতে লিঙ্গায়েত জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার উপরেই ভরসা রেখেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহেরা। তাঁর এক পুত্র বিজয়েন্দ্রকে দলের রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আর এক পুত্র রাঘবেন্দ্র পেয়েছেন শিমোগা কেন্দ্রের টিকিট।

এই পরিস্থিতিতে পকসো মামলা ভোটের প্রচারে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০১৯-এ ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী থাকাকালীন উপমুখ্যমন্ত্রী করেছিলেন বিধানসভার অধিবেশনে বসে পর্ন দেখায় অভিযুক্ত লক্ষ্মণ সড়াভীকে। তা নিয়ে সে সময় রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছিল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য