Wednesday, March 26, 2025
বাড়িজাতীয়একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কেরলে !

একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কেরলে !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৬ মার্চ: একই পরিবারের পাঁচজনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল কেরলের কোট্টায়ামে। প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে এক ব্যক্তি তাঁর স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মহত্যা করেছেন।

ঠিক কী হয়েছিল? গতকাল মঙ্গলবার কেরলের কোট্টায়াম জেলায় এক বাড়ি থেকে উদ্ধার হয় একই পরিবারের পাঁচজনের মৃতদেহ। ৪৪ বছরের জেসন থমাস ও তাঁর স্ত্রী ২৯ বছরের মেরিনা বেনির পাশাপাশি তাঁদের তিন সন্তানের দেহও উদ্ধার করে পুলিশ। ওই তিনজনের বয়স চার বছর, দুই বছর ও সাত মাস।

জানা গিয়েছে, জেসন পেশাগত ভাবে একজন চালক। তিনি তাঁর বড় দাদাকে ফোন করে নিজের বাড়িতে আসতে বলেন। সেই ব্যক্তি সেখানে পৌঁছে আবিষ্কার করেন সকলের মৃতদেহ। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্ত থেকে মনে করা হচ্ছে নিজের স্ত্রী ও তিন সন্তানকে হত্যা করে আত্মহননের পথ বেছে নেন জেসন। সত্যিই তিনি এমন করেছেন কিনা কিংবা এর পিছনে কী কারণ কাজ করেছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। গোটা পরিবারের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না তদন্তকারী অফিসাররা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য