নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি (হি.স.): ভারতে করোনাভাইরাসের সংক্ৰমণ অনেকটাই কমে এসেছে। করোনার বাড়বাড়ন্ত নিয়ন্ত্রণে বলাই যেতে পারে। এমতাবস্থায় করোনা নিয়ন্ত্রণে জারি থাকা কড়াকড়ি পুনর্বিবেচনার জন্য সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। চিঠিতে জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে শিথিল করা হোক বিধি।
ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, সমগ্র দেশেই ২১ জানুয়ারি থেকে সংক্রমণ নিম্নমুখী। এই অবস্থায় নিজেদের অঞ্চলে সংক্রমণ-পরিস্থিতি বিচার করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল যদি বাড়তি কড়াকড়ি শিথিল করে, বিধি পরিবর্তন করে, এমনকি তা তুলেও নেয়, তা হলে সেটি ফলপ্রসূ হবে। তবে ভূষণ স্পষ্ট করে দিয়েছেন যে, এই সিদ্ধান্ত নিতে হবে দৈনিক সংক্রমিতের সংখ্যা, অ্যাক্টিভ রোগীর সংখ্যা এবং সংক্রমণের হারের দিকে কড়া নজর রেখে। দেখতে হবে, ফের তা মাথাচাড়া দিচ্ছে কি না। তবে বিধি শিথিল করলেও, জোর বজায় রাখার কথা বলা হয়েছে পাঁচটি বিষয়ে: পরীক্ষা, অনুসন্ধান, চিকিৎসা, প্রতিষেধক ও নিয়ম মেনে চলা।