স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি : বিগত বছর ২৬ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর টি আর বি টি পরিচালিত টেট -১ এবং টেট -২ মিলিয়ে প্রায় ২৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে উভয় পরীক্ষায় মোট ৩ হাজার ৬০০ জন উত্তীর্ণ হয়েছে। টি আর বি টি থেকে যে তালিকা ক্যাটাগরি অনুসারে প্রকাশ করা হয় তাতে আসন সংখ্যা বৃদ্ধি করে এক সাথে সকলকে নিয়োগ করতে হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানান অল টি-টেট পাশ ক্যান্ডিডেট গ্রুপ ২০২১ সংগঠনের বিশ্বজিৎ ঘোষ।
তিনি জানান, টেট উত্তীর্ণ বহু যুবক-যুবতী বয়স উত্তীর্ণ হয়েছে। তাদেরও নিয়োগ করার দাবি জানানো হয়। যারা মুখ্যমন্ত্রী বি এড যোজনা থেকে ঋন নিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের নিয়োগ করা হলে সেই ঋনের টাকা তারা পরিশোধ করতে পারবে ।তাই তাদেরও এই সময়ের মধ্যে নিয়োগ করার দাবি জানান অল টি টেট- পাশড ক্যান্ডিডেটস গ্রুপ ২০২১। তাই সম্প্রতি শিক্ষামন্ত্রী রতন লাল নাথের সাথে দেখা করে টেট উত্তীর্ণ সকলকে নিয়োগ করার জন্য দাবী জানানো হয়েছে। কিন্তু শিক্ষামন্ত্রী উজ্জয়ন্ত প্রাসাদের এক অনুষ্ঠানে গিয়ে বলেন টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া হবে। তাই শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানানো হচ্ছে টেট উত্তীর্ণ সকলকে যেনো নিয়োগ করা হয়।