স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ফেব্রুয়ারি। ব্রাজিলের ঐতিহাসিক পার্বত্য শহর পিত্রপোলিসে প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৯৪ জনের মৃত্যু হয়েছে।ভারি বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে, গাড়ি ও যাত্রীবাহী বাস ভেসে গিয়ে এবং ভূমিধসে ঘরবাড়ি চাপা পড়ে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বুধবার পিত্রপোলিসের স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
রিউ দি জানেইরু উত্তরে পার্বত্য শহর পিত্রপোলিস ‘ইম্পেরিয়াল সিটি’ নামেও পরিচিত। এ পর্যটন শহরটি ১৯ শতকে ব্রাজিলের রাজাদের গ্রাষ্মকালীন অবকাশ কেন্দ্র ছিল। কিন্তু বন্যায় এর সুন্দর সড়কগুলো নষ্ট ও জার্মান কায়দার ভবনগুলো ধ্বংস হওয়ার পর বুধবার শহরটির রাজকীয় সৌন্দর্যের অল্পই অবশিষ্ট ছিল বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।মঙ্গলবার একদিনের বৃষ্টিই পুরো ফেব্রুয়ারি মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে যায়।নিজের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির অবশিষ্টাংশের সামনে উদভ্রান্তের মতো দাঁড়িয়ে ছিলেন হিলদা। এই বাড়িতে আরও ৮ জন আত্মীয় তার সঙ্গে থাকতেন। তিনি বলেন, “আমি আমার ভাতিজি ও তার ৫ বছর বয়সী কন্যাকে হারিয়েছি, তাদের আমরা এখনও খুঁজে পাইনি। আমরা এই শোচনীয় পরিণতি আশা করিনি। আমাদের শহরটি শেষ হয়ে গেছে।”
শহরের মোহো দ্য ফিসিনা এলাকার ৮০ শতাংশ ঘরবাড়ি ভূমিধসে ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ; মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। দমকল বিভাগ ও স্থানীয় সিভিল ডিফেন্সের টিমগুলো এখানে ধ্বংস্তূপের মধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে।ব্রাজিলের ন্যাশনাল সিভিল ডিফেন্স টুইটারে জানিয়েছে, এ পর্যন্ত ২৪ জনকে উদ্ধার করা হয়েছে আর ৯৪ জনের নিশ্চিত মৃত্যু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও ডুবে থাকা রাস্তাগুলোতে গাড়ি ভাসতে দেখা গেছে বলে বিবিসি জানিয়েছে।রিউ দি জানেইরুর গভর্নর ক্লাউদিও ক্যাস্ত্রো বলেন, “পরিস্থিতিটি প্রায় যুদ্ধের মতো। গাড়িগুলো পিলার থেকে ঝুলে আছে, কোথাও গাড়ি উল্টে আছে।
তল্লাশি ও উদ্ধার অভিযান অবিরাম চলবে জানিয়ে তিনি বলেন, এখনও পর্যন্ত ৩৫ জন নিখোঁজ রয়েছেন।পিত্রপোলিসের সিটি হল তিন দিনের শোক ঘোষণা করেছে। ঘরবাড়ি হারা লোকজনদের স্কুলে ও বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিন শতাধিক লোক তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।স্থানীয় দোকানদার ইহিক পেরেইরা বলেন, “প্রবল শক্তি নিয়ে পানি দ্রুত বেগে ধেয়ে আসে। আমার ১০০ ভাগ ক্ষতি হয়েছে। মহামারীর কারণে ও পর্যটক না আসায় আমাদের জীবন এমনিতেই কঠিন হয়ে গিয়েছিল, এরপর এ বিপর্যয় হল।”
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এখন রাশিয়া সফরে আছেন। পিত্রপোলিস ও ঝড়ের কারণে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন বলে টুইটারে জানিয়েছেন তিনি।ওই অঞ্চলে ‘যান চলাচল স্বাভাবিক করতে’ ফেডারেল তহবিল যোগাবেন বলে মস্কোতে সাংবাদিকদের জানিয়েছেন তিনি। ডিসেম্বর থেকে ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চল ও সাউ পাওলো রাজ্যে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটছে। এতে ফসলহানিসহ মিনাস জেরাইস রাজ্যে খনি কার্যক্রমে বিঘ্ন ঘটেছে এবং বহু লোকের মৃত্যু হয়েছে।