Sunday, February 16, 2025
বাড়িজাতীয়আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি কৃষি এবং ক্ষুদ্র শিল্প : প্রধানমন্ত্রী

আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি কৃষি এবং ক্ষুদ্র শিল্প : প্রধানমন্ত্রী


কাশগঞ্জ, ১১ ফেব্রুয়ারি (হি.স.): আত্মনির্ভর ভারতের সবচেয়ে বড় শক্তি হল কৃষি ও ক্ষুদ্র শিল্প। কোভিড-পরিস্থিতিতে ডাবল ইঞ্জিনের সরকার কৃষি ও ক্ষুদ্র শিল্পের জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়েছে। শুক্রবার উত্তর প্রদেশের কাশগঞ্জের নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের জনগণের কাছে আহ্বান জানিয়েছেন, বিজেপিকে দেওয়া আপনাদের প্রতিটি ভোট উত্তর প্রদেশের ছবি বদলে দেবে।

বিরোধীদের আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, পরিবারবাদীরা কখনও দরিদ্রদের নিয়ে চিন্তা করেনি। দরিদ্রদের জীবন সহজ হোক, তা তাঁরা আগেও চায়নি, এখনও চায় না। এরা সর্বাত্মক চেষ্টা করছিল যাতে করোনার ভ্যাকসিন দরিদ্র পরিবারকে না দেওয়া হয়। কিন্তু গরিবের সরকার তাঁদের সেই প্রচেষ্টা সফল হতে দেয়নি।বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেছেন, “এরা স্বাস্থ্যসেবার নামেও কেলেঙ্কারি করত। কিন্তু যোগীজির সরকার হাসপাতাল ও মেডিকেল কলেজের জাল বিছিয়ে দিয়েছে। যোগীজির সরকারের অধীনে যা ঘটছে তা ভারতে কখনও ঘটেনি।” মোদীর সংযোজন, “এখন আপনাদের এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যাঁর বিরুদ্ধে বিরোধীরাও কখনও দুর্নীতির অভিযোগ তোলেনি। এর আগে এখানে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা উত্তর প্রদেশের জনগণ ভালো করেই জানেন। যোগীজি উত্তর প্রদেশে যে নিরাপত্তার পরিবেশ দিয়েছেন তা সমৃদ্ধির নতুন দরজা খুলে দিয়েছে। সমাজের প্রতিটি স্তরকে কঠোর পরিশ্রম করতে হবে, উন্নতি করতে হবে, এর জন্য যে পরিবেশ প্রয়োজন, যোগীজির সরকার সেই পরিবেশ দিয়েছে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য