Saturday, February 8, 2025
বাড়িজাতীয়বিজেপি ২০১৭ নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে, অভিযোগ রাহুল...

বিজেপি ২০১৭ নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে, অভিযোগ রাহুল গান্ধীর

পানাজি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : বিজেপি ২০১৭ সালে বিধানসভা নির্বাচনে দুর্নীতির মাধ্যমে গোয়ার জনগণের রায়কে চুরি করেছে বলে অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার গোয়া বিধানসভা নির্বাচন সামনে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেসের প্রাক্তন প্রধান বলেন, গোয়াতে বেকারত্ব দেখা যায়। গোয়া রাজ্যই জানে এখানকার পর্যটন খাতের অবস্থা এবং খনির সমস্যা। বিজেপি জনগণের চুরি করেছে। গত নির্বাচনে জনগণ কংগ্রেস পার্টির সরকারকে বেছে নিয়েছিল। বিজেপি দুর্নীতি ও টাকা দিয়ে গোয়ার রায়কে চুরি করেছে।

তিনি আরও বলেন, আমরা গোয়াকে কয়লা কেন্দ্রে পরিণত হতে দেব না। এটি দেশের স্বার্থে নয়। গোয়ার জনগণ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত নেওয়া প্রকল্পগুলি সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন। আমরা কৃষি আইনের মতো ওই প্রকল্পগুলো হতে দেব না।প্রসঙ্গত, রাজ্যে ২০১৭ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসনের মধ্যে ১৯টি আসন জিতেছিল, আর বিজেপি ১৪টি আসন জিতেছিল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য