Saturday, February 8, 2025
বাড়িজাতীয়বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারান্টাইন নয়, সতর্ক থাকতে হবে ১৪ দিন

বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারান্টাইন নয়, সতর্ক থাকতে হবে ১৪ দিন



নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.) : এবার থেকে বিদেশ প্রত্যাগত যাত্রীদের সাতদিন হোম কোয়ারান্টাইনে থাকতে হবে না। তবে তাঁরা নিজেরাই ১৪ দিন সতর্ক থাকবেন। খেয়াল রাখবেন, শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছে কিনা। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য আগামী সোমবার ১৪ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে এই নয়া বিধি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এদিন বলে, করোনা পরিস্থিতি ঘন ঘন বদলে যাচ্ছে। সেদিকে সকলের নজর রাখা উচিত। এই পরিস্থিতিতে অর্থনৈতিক কাজে যেন বিঘ্ন না ঘটে। নতুন বিধি অনুযায়ী, বিদেশ থেকে আসা প্রত্যেক যাত্রীকে অনলাইনে সেলফ ডিক্লারেশন ফর্ম ভরতে হবে। সেই ফর্ম পাওয়া যাবে ‘এয়ার সুবিধা’ ওয়েব পোর্টালে। যাত্রীরা ভারতগামী বিমানে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর টেস্ট করাবেন। নেগেটিভ সার্টিফিকেট তাঁদের আপলোড করতে হবে।

ভারত মোট ৭২ টি দেশের টিকাকরণ কর্মসূচিকে স্বীকৃতি দিয়েছে। ওই দেশগুলি থেকে কেউ ভারতে এলে তাঁর ক্ষেত্রে নতুন বিধি কার্যকরী হবে। ওই দেশগুলির মধ্যে আছে কানাডা, হংকং, আমেরিকা যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বাহেরিন, কাতার, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের মত কয়েকটি দেশ।এদিন স্বাস্থ্যমন্ত্রক বলেছে, যে যাত্রীরা সেলফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করবেন, শুধু তাঁদেরই বিমানে উঠতে দেওয়া হবে। সেই ফর্মের সঙ্গে নেগেটিভ আরটি পিসিআর রিপোর্টও আপলোড করতে হবে। যাত্রীরা ফেস মাস্ক ব্যবহার করবেন। তাঁদের সোশ্যাল ডিসট্যান্সিং-ও রক্ষা করতে হবে।নতুন বিধি অনুযায়ী, দেশে আসার পরে প্রত্যেক বিমানযাত্রীর থার্মাল স্ক্রিনিং করা হবে। প্রতিটি বিমানের অন্তত দুই শতাংশ যাত্রীর আরটি পিসি আর টেস্ট করা হবে। কোনও যাত্রীর শরীরে যদি করোনার লক্ষণ থাকে, সঙ্গে সঙ্গে তাঁকে কোয়ারান্টাইন করা হবে। তাঁর কোভিড টেস্টও করা হবে। টেস্টে পজিটিভ রেজাল্ট এলে দেখা হবে, তিনি কাদের সংস্পর্শে এসেছেন।


করোনার ওমিক্রন ভ্যারিয়ান্ট ঠেকানোর জন্য গত ডিসেম্বরে কড়া বিধিনিষেধ জারি হয়। অবশ্য তাও ওই ভ্যারিয়ান্টকে ঠেকানো যায়নি। ওমিক্রনের মাধ্যমেই দেশে আসে করোনার তৃতীয় ওয়েভ। দৈনিক সংক্রমণ সাড়ে তিন লক্ষ পর্যন্ত পৌঁছায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য