Friday, February 14, 2025
বাড়িজাতীয়বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মহিলাদের প্রতি অপরাধের বিরুদ্ধে ভোট দিন: প্রিয়াঙ্কা গান্ধী ভদরা

বেকারত্ব, মুদ্রাস্ফীতি, মহিলাদের প্রতি অপরাধের বিরুদ্ধে ভোট দিন: প্রিয়াঙ্কা গান্ধী ভদরা


রামপুর(উত্তরপ্রদেশ), ১০ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশের জনগণের বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য, নারী ও দলিতদের প্রতি অপরাধের বিরুদ্ধে ভোট দেওয়া উচিত বলে মনে করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। বৃহস্পতিবার রামপুরে রোড শো করলেন কংগ্রেস নেতা। প্রিয়াঙ্কা বলেন, “বেকারত্ব, মুদ্রাস্ফীতি, নারী ও দলিতদের প্রতি অপরাধের বিরুদ্ধে ভোট দিন। চিন্তা করে ভোট দিন। এই সমস্যাগুলির সমাধান করার জন্য কাজ করছেন এমন কাউকে আপনার ভোট দিন।”

এদিন সকাল ৭টা থেকে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ১১টি জেলা জুড়ে ৫৮টি বিধানসভা কেন্দ্রের ভোটের প্রথম ধাপে ভোট হয়। আজ সন্ধ্যা ৬টায় শেষ হবে ২৫,৮৪৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ৫৮ টি বিধানসভা আসনে আজ যেখানে ভোট হচ্ছে সেখানে ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য