স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ফেব্রুয়ারি : দীর্ঘ ২৪ বছর ধরে বি এইচ এম এস -দের স্থায়ী পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে। তাই শুক্রবার অল ত্রিপুরা বি এইচ এম এস ডক্টর এসোসিয়েশনের পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। এদিন দাবি সনদ দপ্তরের জমা দিয়ে ডাঃ দীপঙ্কর পাল জানান, ১৯৯৮ সালের পর বি এইচ এম এস চিকিৎসকদের কোন স্থায়ী পদে নিয়োগ করা হয় নি।
স্থায়ী পদের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসকদের অযোগ্য মনে করছে সরকার। তাই দাবি জানানো হচ্ছে রাজ্যে মেডিকেল অফিসার হিসেবে বেকার হোমিওপ্যাথিক চিকিৎসকদের নিয়োগ করার জন্য। রাজ্যে ছয় শতাধিকের অধিক বেকার হোমিওপ্যাথিক চিকিৎসক রয়েছে। নিয়োগের দাবিতে যতবারই দপ্তরের দ্বারস্থ হচ্ছে ততোবারই তাদের আশ্বস্ত করা হয়েছে। কিন্তু তাদের নিয়োগ করা হচ্ছে না। তাদের অবিলম্বে নিয়োগ করতে টি পি এস সি মাধ্যমে বিজ্ঞাপন দিতে হবে বলে জানান।