স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ জানুয়ারি : ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চোখে জল। এবার মহারাষ্ট্রের গরিব নাগরিকদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিতরণ করতে গিয়ে চোখ ভেজালেন প্রধানমন্ত্রী। নিজের ছোটবেলার দারিদ্র নাড়া দিয়ে গেল মোদিকে।
শুক্রবার মহারাষ্ট্রের সোলাপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি বিলি করছিলেন মোদি । যারা সেই বাড়ি পেয়েছেন তাঁদের কেউ তাঁতি, কেউ হকার, কেউ বা কাগজ কুড়িয়ে দিনযাপন করেন। তাঁদের হাতে আবাস যোজনার ঝকঝকে বাড়ি তুলে দিতে গিয়ে নিজের ছোটবেলার দারিদ্রের স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী।
সোলাপুরের সভায় মোদি বললেন,”এই বাড়িগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার ছোটবেলায় যদি এই রকমের বাড়ি থাকত…।” এরপর ভারী হয়ে আসে প্রধানমন্ত্রীর গলা। আক্ষেপের সুরে মোদি বলেন,”দীর্ঘদিন এই দেশে একটা স্লোগান দেওয়া হত। গরিবি হটাও। কিন্তু এত স্লোগানের পরও গরিবি কমেনি।” এরপরই চ্যালেঞ্জের সুরে প্রধানমন্ত্রী গ্যারান্টি দেন, তৃতীয়বার ক্ষমতায় এলে গরিবি পুরোপুরি শেষ করবেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, তৃতীয় বার কেন্দ্রে বিজেপি এলে অর্থনীতি বদলে যাবে। প্রধানমন্ত্রী বলেন, “আমি তৃতীয়বার এসে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি বানাব। আমি এই দেশের জনগণকে গ্যারান্টি দিয়েছি। আমার পরের টার্মে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে।”