Wednesday, January 22, 2025
বাড়িজাতীয়গ্রেনেড-আরপিজি নিয়ে হামলা জঙ্গিদের, মণিপুরে নিহত কমান্ডো

গ্রেনেড-আরপিজি নিয়ে হামলা জঙ্গিদের, মণিপুরে নিহত কমান্ডো

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক  ১৭ জানুয়ারি  গত রবিবার বেলা ১২টায় যে মণিপুরে শান্তির বার্তা দিয়েভারত জোড়ো ন্যায় যাত্রাশুরু করেছিলেন রাহুল গান্ধী ফের হিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের সেই রাজ্য বুধবার মণিপুরের মোরে এলাকায় জঙ্গিদের হামলায় মৃত্যু হল ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়ান বা আইআরবি এক কমান্ডোর আহত হয়েছেন আরও এক জওয়ান

রবিবার ভোর চারটে নাগাদ হামলা হয় আইআরবি জওয়ানদের উপরে। ওই সময় এমা কোনদং লাইরেম্বি দেবী মন্দিরের কাছে অস্থায়ী ক্যাম্পে ঘুমোচ্ছিলেন তাঁরা। হামলা চালানোর জন্য স্থানীয় চিকিম গ্রামের পাহাড়ে ঘাঁটি গেড়েছিল জঙ্গিরা। দূর থেকেই গ্রেনেড হামলা চালানো হয়। বিস্ফোরণ হয় অস্থায়ী ওই ক্যাম্পটিতে। তাতেই মৃত্যু হয়েছে এক আরআরবি কমান্ডোর। আহত হয়েছেন আরও একজন

 

যেখানে হামলা হয়েছে তার থেকে ২০ মিটার দূরে অসম রাইফেলসের ছাউনি রয়েছে হামলার পরেই বুলেটপ্রুফ গাড়ি দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা সূত্রের খবর, ভোর চারটের পরে সাড়ে পাঁচটা নাগাদ ফের হামলা হয় অস্থায়ী ক্যাম্পে এবার হামলা হয় গ্রামের এসবিআই ব্যাঙ্ক ভবনে পর পর হামলার পরেই এলাকা ঘিরে ফেলে আইআরবি এবং অসম রাইফেলস জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি

 

 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য