Monday, March 4, 2024
বাড়িজাতীয়দুর্ঘটনায় মেহবুবা মুফতির গাড়ি !

দুর্ঘটনায় মেহবুবা মুফতির গাড়ি !

দুর্ঘটনায় মেহবুবা মুফতির গাড়ি !
স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ জানুয়ারি:দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল মেহবুবা মুফতির গাড়ি। তবে বৃহস্পতিবার দুপুরের ওই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘পিপল্‌স ডেমোক্র্যাটিক পার্টি’ -র সভানেত্রী।
দুর্ঘটনায় মেহবুবার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তাঁর কোনও চোট লাগেনি বলে পিডিপির তরফে জানানো হয়েছে। দলের তরফে জানানো হয়েছে, মেহবুবা তাঁর প্রাক্তন লোকসভা নির্বাচন কেন্দ্র অনন্তনাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেই সময়ই দুর্ঘটনার মুখে পড়ে তাঁর গাড়ি।

মেহবুবার কন্যা ইলতিজা এক্স হ্যান্ডলে দুর্ঘটনার খবর জানিয়ে লিখেছেন, ‘‘শ্রীমতি মুফতির গাড়ি আজ অনন্তনাগে একটি ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে। ঈশ্বরের কৃপায় তিনি এবং তাঁর নিরাপত্তা কর্মীরা কোনও গুরুতর আঘাত ছাড়াই রক্ষা পেয়েছেন।” এক্স হ্যান্ডলে প্রকাশিত একটি ছবিতে দেখা গিয়েছে, মেহবুবার কালো রঙের এসইউভির চালকের দিকের সামনের অংশ কার্যত চুরমার হয়ে গিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য