Friday, July 18, 2025
বাড়িজাতীয়ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত লরি থেকে ঝাঁপ দিল ৬ স্কুল ছাত্রী

ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত লরি থেকে ঝাঁপ দিল ৬ স্কুল ছাত্রী

স্যন্দন ডিজিটেল ডেস্ক,‌ ৪ জানুয়ারি : ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত লরি থেকে ঝাঁপ দিল ৬ স্কুল ছাত্রী। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটের ছোট্টাওদেপুর জেলায়। প্রশ্ন উঠছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। মঙ্গলবারের ওই ঘটনায় চলন্ত লরি থেকে লাফ দিয়ে আহত হয়েছে নাবালিকারা। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীদের বাড়ি সানখেদা তালুকের একটি গ্রামে। মঙ্গলবার স্কুল শেষে প্রায় ৫ কিলোমিটার দূরের গ্রামে ফিরতে পিক আপ লরিতে উঠেছিল তারা। চালক ছাড়াও লরিতে ছিল আরও পাঁচজন। অভিযোগ, চালক এবং ওই পাঁচজন নাবালিকাদের যৌন হেনস্তার চেষ্টা করেন। এক সময় তাঁদের হাত থেকে নিজেদের বাঁচতে চলন্ত লরি থেকেই ঝাঁপ দেয় কিশোরীরা।


নাবালিকারা অভিযোগ করে, যৌন হেনস্তার পাশাপাশি তাদের থেকে টাকা পয়সা কেড়ে নেওয়ারও চেষ্টা করে অভিযুক্তরা। জেলার পুলিশ সুপার ইমতিয়াজ শেখ জানিয়েছেন, ছয় অভিযুক্তকেই চিহ্নিত করা গিয়েছে। তবে এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পকসো আইনে মামলা রুজু হয়েছে। বাকিদের খোঁজ চলছে। এদিকে আহত ছাত্রীদের হাসপাতালে চিকিৎসা চলছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!