আলিগড়, ২ ফেব্রুয়ারি (হি.স.): সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে একযোগে তুলোধনা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। সপা ও বসপা-কে তীব্র আক্রমণ করে তিনি বলেছেন, বুয়া-ভাতিজার সরকার উত্তর প্রদেশকে বিমারু রাজ্যের দিকে ঠেলে দিয়েছিল। তিনি আরও বলেছেন, বুয়া-ভাতিজার সরকার উত্তর প্রদেশের জন্য মোটেও ভালো নয়। বুধবার উত্তর প্রদেশের আত্রউলির সমাবেশ থেকে অমিত শাহ বলেছেন, “২০১৪, ২০১৭ ও ২০১৯-এর নির্বাচন উত্তর প্রদেশের ভাগ্য বদলে দিয়েছে। বুয়া-ভাতিজার সরকার উত্তর প্রদেশের জন্য ভালো কিছু করতেই পারবে না। এই রাজ্যকে বিমারু রাজ্যের দিকে ঠেলে দেওয়া হয়েছিল।” এদিন যোগী আদিত্যনাথ সরকারের ভূয়সী প্রশংসা করেছেন অমিত শাহ।
উল্লেখ্য, উত্তর প্রদেশে প্রথম দফার ভোট ১০ ফেরুয়ারি, দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি, ২০ ফেব্রুয়ারি তৃতীয় দফার ভোট, ২৩ ফেব্রুয়ারি চতুর্থ দফার ভোট, পঞ্চম দফার ভোট ২৭ ফেব্রুয়ারি, ৩ মার্চ ষষ্ঠ দফার ভোট এবং ৭ মাসের সপ্তম দফার ভোট। ভোট গণনা ১০ মার্চ।