লখনউ, ২ ফেব্রুয়ারি (হি.স.) : ভোটের মুখে উত্তরপ্রদেশে জমে উঠেছে যোগী বনাম অখিলেশ বাকযুদ্ধ। দুই নেতা একে অপরের বিরুদ্ধে তোপ দাগার পর এবার বুধবার কার্যত যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দিলেন অখিলেশ যাদব। তিনি বলেন, যোগীর বিরুদ্ধে বড় অপরাধের মামলা রয়েছে। ‘সপা’ ক্ষমতায় এলে ফের তদন্ত শুরু হবে।
এদিন অখিলেশ যাদব বলেন, “মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড়সড় অনেক অভিযোগ রয়েছে। যদি কেউ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তবে নতুন করে তদন্তের অনুমতি দেব আমরা।” অখিলেশ জানিয়ে দেন, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অনেক মামলা রয়েছে যেমন, তেমনই ভারতে অনেক আইনও রয়েছে। ক্ষমতায় এলে অপরাধ দমনে পুলিশি ব্যবস্থায় বড় পরিবর্তন আনবেন বলেও জানিয়ে দেন অখিলেশ যাদব। জানান, তাঁর সরকার পুলিশের গাড়ির সংখ্যা দ্বিগুণ করবে। যাতে দ্রুত অপরাধ স্থলে পৌঁছতে পারে আইনরক্ষকরা।
অখিলেশের দাবি, মানুষ সমাজবাদী পার্টিকে সমর্থন করছে দেখে ভীত বিজেপি। তাঁর কথায়, এবারের লড়াই ভারতীয় জনতা পার্টির সঙ্গে ভ্রাতৃ্ত্বের। যারা মন্দ চিন্তাভাবনা করে তাদের উৎখাত করতে চায় রাজ্যের সকলেই। আশাবাদ বনাম ভয়েরও নির্বাচন এবারে। কারণ বিজেপি মানুষকে ভয় দেখিয়ে ভোটে জিততে চাইছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার সাতদফার প্রথম দফার ভোট হবে ১০ ফেব্রুয়ারি, দ্বিতীয় দফার ভোট ১৪ ফেব্রুয়ারি, তৃতীয় দফার ২০ ফেব্রুয়ারি, চতুর্থ দফার ২৩ ফেব্রুয়ারি, পঞ্চম দফার ২৭ ফেব্রুয়ারি, ষষ্ঠ দফার ভোট ৩ মার্চ এবং সপ্তম পর্ব ৭ মার্চ। ভোট গণনা হবে ১০ মার্চ।