নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্ট কলেজিয়াম এক বৈঠকে দিল্লি হাইকোর্টে বিচারক হিসাবে ছয়জন আইনজীবীকে উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছে। দিল্লি হাইকোর্টের বিচারক হিসেবে পদোন্নতির জন্য অনুমোদিত হলেন- পুনম এ. বাম্বা, নীনা বনসাল কৃষ্ণ, দিনেশ কুমার শর্মা, অনুপ কুমার মেন্দিরাত্তা, স্বরানা কান্ত শর্মা এবং সুধীর কুমার জৈন।
শীর্ষ আদালতের ওয়েবসাইটে বুধবার আপডেট করা অন্য একটি রেজোলিউশনে বলা হয়েছে, কলেজিয়াম পুনর্বিবেচনা করেছে, ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারক হিসাবে প্রদীপ কুমার শ্রীবাস্তবকে উন্নীত করার জন্য আগের সুপারিশ পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এমন কি তেলেঙ্গানা হাইকোর্টে বিচারক হিসাবে সাতজন আইনজীবী এবং পাঁচজন বিচার বিভাগীয় কর্তাকে উন্নীত করার প্রস্তাবও কলেজিয়াম অনুমোদন করেছে। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারক হিসেবে পদোন্নতির জন্য অনুমোদিত হলেন – জি. অনুপমা চক্রবর্তী, এমজি প্রিয়দর্শিনী, সাম্বাসিভরাও নাইডু, এ সন্তোষ রেড্ডি এবং ড. ডি নাগার্জুন।কলেজিয়ামও বোম্বে হাইকোর্টে বিচারক হিসাবে ইউএস জোশী-ফালকে এবং বিপি দেশপান্ডেকেও উন্নীত করার জন্য আগের সুপারিশের পুনরাবৃত্তি করেছে।কলেজিয়াম আরও বলেছে, কর্ণাটক হাইকোর্টে বিচারক হিসাবে চেপুদিরা মোন্নাপ্পা পুনাচাকে উন্নীত করার জন্য তার আগের সুপারিশ পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।