নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ২০২২-২৩ বর্ষের কেন্দ্রীয় বাজেটে ব্যাঙ্কিং পরিষেবার উপর বিশেষ জোর দেওয়ার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ।এদিনের বাজেটে অর্থমন্ত্রী জানান, এবার পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে নিয়ে আসা হচ্ছে। সেই সঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক হবে। ডিজিটাল ব্যাঙ্কিং ইউনিটগুলিতে সাধারণ ব্যাঙ্কের মতই যাবতীয় সুবিধা মিলবে।
২০২২ সালের বাজেট দেশের পোস্ট অফিস পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হল। কারণ এবারে পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত করা হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, ২০২২-এ প্রতিটি পোস্ট অফিস কোর ব্যাঙ্কিং করতে পারবে। দেড় লক্ষ পোস্ট অফিসকে কোর ব্যাঙ্কিং ব্যবস্থার অধীনে আনা হবে। এই পোস্ট অফিসগুলি থেলে সমস্ত ব্যাঙ্কিং পরিষেবা দেবে। মিলবে মোবাইল, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএমের সুবিধা।
কী কী সুবিধা পাওয়া যাবে এর ফলে?
• পোস্ট অফিসে যাঁরা টাকা জমা রাখেন, তাঁরা নেট ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ পাবেন। অনলাইনে টাকা পাঠাতে পারবেন তাঁরা।
• মোবাইল ব্যাঙ্কিংয়ের সুযোগও পাওয়া যাবে এই পরিষেবায়।
• এবার থেকে এটিএম ব্যবহার করেও পোস্ট অফিসের অ্যাকাউন্টে রাখা টাকা তুলতে পারবেন ব্যবহারকারীরা।
কৃষিজীবী এবং বয়স্কদের জন্য পোস্ট অফিস পরিষেবায় এই বদল অত্যন্ত কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
আইসিআইসিআই ব্যাঙ্কের অধিকর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নতিতে এই পদক্ষেপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পোস্ট অফিসকে ব্যাঙ্কিং পরিষেবার মধ্যে নিয়ে আসার ফলে অবশ্যই লক্ষ্যের দিকে আরও এগোনো যাবে।